• আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সুপার কর্তৃক  আর্থিক প্রণোদনা প্রদান

| নিউজ রুম এডিটর ৮:২৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৭, ২০২৩ সারাদেশ
মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি  আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় অদ্য ০৭.০৯.২০২৩  তারিখ বেলা আনুমানিক ১২:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আর্থিক প্রণোদনা প্রদান করেন।
পুলিশ সুপার  চুয়াডাঙ্গা জেলায় যোগদান করে প্রতিমাসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ-নন পুলিশ, আউটসোর্সিং এ কর্মরত সকল পদমর্যাদার সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মাসিক কল্যাণ সভার বাইরেও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ লাইন্স ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত কনস্টেবল/ সোহেল রানা ও আউটসোর্সিং সদস্য মোঃ আব্দুল জব্বারকে আর্থিক প্রণোদনা প্রদান করেন।