ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কুলিয়ারচরে ঈমাম-উলামা পরিষদের বিক্ষোভ মিছিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামি বিপ্লবী জনতার পক্ষে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কুলিয়ারচর উপজেলা ঈমাম-উলামা পরিষদ নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২ টায় কুলিয়ারচর উপজেলা ঈমাম-উলামা পরিষদের উদ্যোগে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এসময় গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো, আল আকসা মুক্ত করো, ইসরাইল নিপাত যাক শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ে তৌহিদী জনতা।
ভিক্ষোভ মিছিলের আগে কুলিয়ারচর জামিয়া আরাবিয়া নূরুল উলূম মাদ্রাসা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুলিয়ারচর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন ঈমাম-উলামা পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধি বক্তব্য রাখেন।
বক্তাগন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এক হওয়ার আহবান জানান। এ সময় তারা অসহায় ফিলিস্তিনের পক্ষে ভুমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠানোর দাবিও জানানো হয়।