• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

বিএনপির অবরোধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিটিটিসি!

| নিউজ রুম এডিটর ৫:১৯ অপরাহ্ণ | নভেম্বর ৬, ২০২৩ বিএনপি, রাজনীতি

বিএনপির অবরোধ কর্মসূচিতে গাড়ি পোড়ানোসহ নাশকতার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি।
অবরোধে গাড়িতে আগুন দেয়ার বিষয়ে সিটিটিসি সব তথ্য পেয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে মুগদায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

বিএনপির নেতাকর্মীরাই যানবাহনে অগ্নিসংযোগ করছে জানিয়ে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কাদের নির্দেশনা ও পরিকল্পনায় গাড়িতে আগুন দেয়া হয়েছে সব তথ্য পেয়েছে সিটিটিসি।

তিনি জানান, ঢাকার আগুন দেয়ার দায়িত্ব দেয়া হচ্ছে এলাকাভিত্তিক। রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের আহ্বায়ক আমির হোসেন রকির নেতৃত্বে ঢাকায় বাসে আগুন দেয়া হয়। রকির নির্দেশনায় রোববার (৫ নভেম্বর) ঢাকায় অগ্নিসংযোগ করা হয় দুটি বাসে।

সিটিটিসি প্রধান বলেন,
দল ক্ষমতায় আসছে, মামলার কোনো ভয় নেই এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কর্মীদের। অবরোধের প্রথম দফায় গাড়িতে আগুন দেয়ায় কর্মী প্রতি পেয়েছেন ৩ হাজার টাকা। দ্বিতীয় দফা অবরোধে গাড়িতে আগুন দিতে পারলে দ্বিগুণ পুরস্কার ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে।

এদিকে পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার রাজধানীতে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। অগ্নিসন্ত্রাস রোধে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রোল পাম্প মালিকদের নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।