• আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেওয়া নিয়ে যা বললো ইসলামী আন্দোলন

| নিউজ রুম এডিটর ৭:০৪ অপরাহ্ণ | নভেম্বর ২৪, ২০২৩ রাজনীতি, হেফাজতে ইসলাম

দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে চরমোনাই ময়দানে এক সমাবেশে এ ঘোষণা দেন।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০১৪ আর ১৮ সালে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। এই নির্বাচনও সুষ্ঠু হবে না।

দেশবাসীর প্রতি আহবান জানিয়ে চরমোনাই পীর বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না।

উদ্বোধনী বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে। অর্থনৈতিক সংকট আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। এই সংকটের জন‌্য দায়ী আওয়ামীলীগ সরকার।

নেতা-কমী‌দের উদ্দে‌শ্যে তিনি ব‌লেন, নিবাচনী প‌রি‌বেশ সুষ্ঠ হ‌লে হাতপাখার প‌ক্ষে ঝা‌পি‌য়ে পড়‌তে হ‌বে।

ওলামা সম্মেলনে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম প্রমুখ।

শুক্রবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টায় মাহ‌ফি‌লের আখেরি মোনাজাত হবে।