• আজ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

| নিউজ রুম এডিটর ৬:৩৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৩, ২০২৩ সারাদেশ, সিলেট

 

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, সুনামগঞ্জের উদ্যেগে পৌর শহরের অভিজাত পানসী রেস্টুরেন্টে কনফারেন্স রুমে বিভাগীয় কর্মকর্তা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ সুনামগঞ্জ এর বিভাগীয় কর্মকর্তা আল আমিন মাহমুদ আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বার ও কমার্স ইন্ড্রাস্ট্রি সভাপতি, এফবিবিসিআই সহ-সভাপতি, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ রাশেদুল আলম, সুনামগঞ্জ আয়কর সার্কেল সহকারী কর কমিশনার মোঃ রাকিবুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সুনামগঞ্জ এর আওতাধীন ২০২৩-২৪ অর্থবছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূসক প্রদানকারী ২০টি প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড মনোনীত সম্মাননা সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রত্যেক করদাতার উচিত পণ্য বা সেবা ক্রয়ের সময় ভ্যাট চালান গ্রহণ করা। তিনি বাজেট বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়নে ভ্যাটের গুরুত্বপূর্ণ, অপরিহার্য অবদানের কথা স্মরণ করে বলেন ভ্যাটের ব্যপ্তি আরো ইনক্লুসিভ এবং সম্প্রসারণ হওয়া আবশ্যক। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা ডলুরা শুল্ক স্টেশন চালু করার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে চালু করার উদ্যোগ নিবেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দসহ ব্যবসায়ী প্রতিনিধিগণ।