• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ জন হাতেনাতে ধরা

| নিউজ রুম এডিটর ৫:৫৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২৩ আইন ও আদালত, লিড নিউজ

নারায়ণগঞ্জ শহরে রেল লাইনে হাত বোমা বিস্ফোরণের সময় তিন নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের কালিরবাজার এলাকায় নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)।

বিকেলে  বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

তিনি বলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। আমরা সকাল থেকে রেলওয়েজুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে তিন নাশকতাকারী হাত বোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টা করছিল। তাদের হাতেই একটা হাত বোমা বিস্ফোরিত হয়। সেই শব্দ শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই।

আটকদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেল ওয়ে থানা পুলিশের এই কর্মকর্তা।