• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ জন হাতেনাতে ধরা

| নিউজ রুম এডিটর ৫:৫৬ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২৩ আইন ও আদালত, লিড নিউজ

নারায়ণগঞ্জ শহরে রেল লাইনে হাত বোমা বিস্ফোরণের সময় তিন নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের কালিরবাজার এলাকায় নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)।

বিকেলে  বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

তিনি বলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। আমরা সকাল থেকে রেলওয়েজুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে তিন নাশকতাকারী হাত বোমা বিস্ফোরণে ঘটানোর চেষ্টা করছিল। তাদের হাতেই একটা হাত বোমা বিস্ফোরিত হয়। সেই শব্দ শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই।

আটকদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেল ওয়ে থানা পুলিশের এই কর্মকর্তা।