কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হলেন পাপন

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিন :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসন থেকে চতুর্থবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। এর মধ্যে ১৪২ কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়েছেন পাপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের নরুল কাদের সোহেল পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট।
এছাড়াও এই আসনে প্রার্থী ছিলেন মোট ৭ জন, আওয়ামী লিগের নৌকা প্রতীকে আলহাজ্ব নাজমুল হাসান পাপন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র আম প্রতীকে তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে রুবেল হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির একতারা প্রতীকে হেলাল উদ্দিন, জাতীয় পার্টির লাঙল প্রতীকে নূরুল কাদের সোহেল, সাংষ্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে মোহাম্মদ আয়ুব হোসেন ও ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস ছাত্তার।