• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

পোখরিয়া পৌরসভার দুর্নীতির  প্রমাণ দেয়ার জন্য  চ্যালেঞ্জ দিলো সাংবাদিকরা

| নিউজ রুম এডিটর ১:৩২ পূর্বাহ্ণ | জানুয়ারি ১০, ২০২৪ আন্তর্জাতিক

 

নেপাল প্রতিনিধি : পার্সা জেলার পোখরিয়া পৌরসভার ভারপ্রাপ্ত মুখ্য প্রশাসনিক আধিকারিক, অজয় ​​কুমার শ্রীবাস্তব, কয়েকদিন ধরে আসা খবরে আগ্রহ নিয়ে বলেছেন যে তাকে নিয়ে লেখা বিভ্রান্তিকর খবরের কোনও সত্যতা নেই। তিনি বলেন, যে সাংবাদিকরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ লিখেছে তারা শাস্তিহীন অপরাধ করেছে।

একইভাবে তিনি বলেন, প্রমাণ ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলাও আইনত অপরাধ।তিনি পোখড়িয়া পৌরসভার প্রধান হওয়ায় এই পোখড়িয়া পৌরসভা নিয়ে লেখা সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যে অভিযোগ করা হয়েছে তা প্রমাণ করার জন্য যেকোনও অভিযোগ যোগ করেছেন। এ ধরনের দুর্নীতি, কোনো অনিয়ম নিয়ে তিনি চ্যালেঞ্জও দিয়েছেন।

একইভাবে তিনি বলেন, তার কোনো অভিজ্ঞতা নেই এবং নেপাল সরকার আমার যোগ্যতা ও যোগ্যতা দেখে আমাকে এই পৌরসভার কর্মকর্তা করেছে। তিনি আমাকে বসতে এবং তাঁর সাথে সরাসরি কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কারণ তিনি আমার যোগ্যতা এবং অভিজ্ঞতা পরীক্ষা করতে চেয়েছিলেন।

তিনি আরো বলেন, তাকে নিয়ে লেখা মিথ্যা সংবাদে আমার পরিবার ও সমাজে আমার সম্মান ক্ষুন্ন হয়েছে।অফিস টাইমের পর আমার ব্যক্তিগত জীবন শুরু হবে এবং এ ধরনের সাংবাদিক ও তাদের সংগঠন যারা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে মিথ্যা সংবাদ তৈরি করে দর কষাকষির চেষ্টা করবে। আদালতে তোলা হবে.. তিনি আসার পর থেকে পোখরিয়া পৌরসভার কাজ চলছে স্বচ্ছভাবে।

তিনি বলেন, আমার চরিত্র হত্যাকারী সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করব এবং সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে শাস্তি দাবি করব।