

মানিক হোসেন-ইবি: পবিত্র রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘রমজানের মাহাত্ম্য’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ ) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উদ্যোগে ও ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় এ বারোয়ারি বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিতর্কে অংশগ্রহন করেন মাহদী হাসান, গাজী আনাস আবু জার, শরীফুদ্দিন ও সৈয়দ ওসমান বিন হোসাইন। এসময় তারা রমজানের বিভিন্ন দিক ও গুরুত্ব তুলে ধরেন। বিতর্কে স্পিকার ছিলেন আসলাম বিন আহমাদ। এছাড়াও সময় নিয়ন্ত্রক হিসেবে ছিলেন শামিম হোসেন।
সাজ্জাতুল্লাহ শেখের সঞ্চালনায় বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী।বিশেষ অতিথি ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী। শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।