• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইবিতে গন ইফতার কর্মসূচি

| নিউজ রুম এডিটর ১০:৪৪ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২৪ ক্যাম্পাস, শিক্ষাঙ্গন

 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির নিষেধাজ্ঞার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গন ইফতার কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৩মার্চ) দ্বিতীয় রমজানে বিশবিদ্যালয়ের কেন্দ্রিয় ক্রিকেট মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইফতার পার্টিতে বক্তারা বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ। বাংলাদেশে কোন আইন করার সময় মুসলিমদের কথা ভাবা উচিত। কিন্তু বার বার মুসলিমদের নিয়ম কানুন ও ঐতিহ্যের উপর হস্তক্ষেপ করা হয়। আমরা এই করমসুচি মাধ্যমে প্রকাশ করে দিতে চাই যেখানে সংখ্যাগরিষ্ট মুসলমানরা বসবাস করে সেখানকার নিয়ম কানুন মুসলিমদের পক্ষেই হওয়া উচিৎ।

তারা আরো বলেন, সকলে একসাথে বসে ইফতার করবে এটাতো মুসলমানের অন্যতম সংস্কৃতি। সুতরাং এই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা। যে সংস্কৃতি হাজার হাজার মুসলিম লালন করে সেই সংস্কৃতির বিরুদ্ধে কেও কথা বলুক আমরা তা চাই না। সুতরাং আমরা বিনয়ের সাথে অনুরোধে করছি যারা বিভিন্ন কাম্পাসে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা পুনরায় এই বিষয়ে বিবেচনা করুক এবং মুসলমানদের পক্ষে কথা বলুক।

ইফতার শেষে কেন্দ্রীয় ক্রিকেট মাঠে মাগরিবের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।