• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? | আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, যা জানাল ভারত | ফ্লাইটে উঠতে দেওয়া হলো না আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে | বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা | রংপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের নিহত ৩ |

সাতক্ষীরায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

| নিউজ রুম এডিটর ২:৩৭ পূর্বাহ্ণ | এপ্রিল ১, ২০২৪ সাতক্ষীরা, সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিজের ধান ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গোলাম রসুল (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক উপজেলার চাঁদপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও নিহতের চাচা আবুল কাশেম জানান, ইঁদুরের অত্যাচার রক্ষায় বাড়ির পাশের নিজের ধান ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদপাতে গোলাম রসুল। রবিবার ধান ক্ষেতে কাজের জন্য যায় সে। পরে দীর্ঘ সময় পার হওয়ার পর বাড়িতে না এলে খোঁজাখুজি শুরু করে। এসময় পাশদিয়ে যাওয়ার সময় এক কৃষক তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।