

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।।
গত ৪ এপ্রিল ২০২৪ ইং তারিখে আনুমানিক ৭ঃ৩০ মিনিটের সময় রাজধানীর দক্ষিণখান কাঁচাবাজার মনিটরিং এর কাজ করেন দৈনিক নবচেতনার সাংবাদিক মাসুদ রানা বিজয়। এমন সময় দক্ষিণখান বাজার এলাকায় প্রধান সড়কের উপর ভ্যান গাড়িতে সবজির দোকান বসিয়ে দোকানদারি করতে থাকেন মোঃ কবির (৪৫)এর ছেলে লিটন (১৮)। লিটনের সাথে ক্যামেরা চালু রেখে সবজির দাম জিজ্ঞেস করাতে খারাপ ব্যবহার করে সবজি দোকানী। পরে ঘটনাস্থল ত্যাগ করেন সাংবাদিক মাসুদ রানা (বিজয়)। পরবর্তীতে তার নিজের দোকানের চাউল কিনার জন্য আল মদিনা নামক চাউলের আড়তে যান। সেখানে বসে থাকা অবস্থায় আলামিন (৪৫), কবির কবিরের ছেলে লিটন (১৮) রিপন, ফরহাদ ও অজ্ঞাত আরো ৫-৬ জন একত্রে হয়ে আগে পত্রিকায় করা চাঁন্দাবাজির নিউজের জের ধরে পরিকল্পিতভাবে সাংবাদিক মাসুদ রানা বিজয় এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। নিজের দোকানের চাউল কেনার জন্য সাথে থাকা ১লক্ষ ৫৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে৷ সাংবাদিকের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে তাকে কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে থাকা কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে পা ভাঙা দেখে শেরে বাংলা নগর সরকারি পঙ্গু হাসপাতালে রেফাড করেন। পঙ্গু হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পা ভাঙ্গার চিকিৎসা শেষে ঠিকমতো ওষুধ খাওয়া ও ১২ দিন বেডরেষ্টে থাকার পরামর্শ দেন। আবার ১২দিন পরে পরীক্ষার জন্য পঙ্গু হাসপাতালে যেতে বলেন। এ ব্যাপারে দক্ষিনখান থানায় একটি মামলার রুজু হয়। মামলা নং ১০। তারিখ ৮/০৪/২০২৪। দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন যথাযথ তদন্তের মাধ্যমে হাই নানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে।