• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

ফ্রিতে শ্রমিকদের ব্লাড গ্রুপিং করালো ইবি রোটার‍্যাক্ট ক্লাব

| নিউজ রুম এডিটর ১০:২৮ পূর্বাহ্ণ | মে ২, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিনামূল্যে শ্রমিকদের রক্তের গ্রুপ পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি। এসময় রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসা শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ এবং সাস্থ্য সচেতনতামুলক পরামর্শ দেন সংগঠনটির সদস্যরা।

বুধবার (১ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবং বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে এ কার্যক্রম করে সংগঠনটি।

এসময় ভ্যানচালক, দোকানী, নির্মাণশ্রমিকসহ শ্রমজীবী মানুষদের রক্তের গ্রুপ পরীক্ষা করে এ সংক্রান্ত সনদ দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সেক্রেটারি দিদারুল ইসলাম রাসেল, সার্জেন্ট অ্যাট আর্মস মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মনির হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জনি সরকার রিয়াজসহ সংগঠনের অন্য সদস্যরা। রক্তদান সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার সদস্যরা কার্যক্রমে সহযোগিতা করেন।

সংগঠনের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে রোটার‍্যাক্ট ক্লাব নিয়মিত স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শ্রমিকদের মাঝে রক্তের গ্রুপ সম্পর্কে ধারণা খুবই কম। এজন্য তারা বিভিন্ন সময় জটিলতায় পড়ে। তাদের কথা চিন্তা করে আমরা শ্রমিক দিবসে ফ্রি ব্লাড গ্রুপিংয়ের কার্যক্রমের পরিকল্পনা নিয়েছি। শ্রমিকরাও আমাদের আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে ও খুশী হয়েছে। কার্যক্রমে অংশ নিয়ে ক্লাবের সদস্যরাও আনন্দিত।