• আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত । নিহত একজন পাইলট।

সাংবাদিক ইভান আদিল

চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণকালে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এ ঘটনায় একজন পাইলট নিহত হয়েছে তবে এখনো তার নাম পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি ক্যাপ্টেন ফরিদুল আলম গণমাধ্যমকে বলে, আজ সকাল সাড়ে দশটায় প্রশিক্ষণকালীন সময় বিমানটি বিধ্বস্ত হয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এর বিপরীতে কর্ণফুলী নদীতে পড়ে যায়।

তখন স্থানীয় কোস্টগার্ড তাদের কে উদ্ধার করে।

বিমানে থাকা দুই জন পাইলটের মধ্যে একজনকে মুমূর্ষ অবস্থায় নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে নৌবাহিনীর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয় বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল ইয়াকোভলেভ ইয়াক ১৩০ মডেলের।

বিধ্বস্ত বিমানটির অবস্থান সনাক্ত করতে হাইড্রোগ্রাফি জরিপ জাহাজ পাঠানো হয়েছে।
উদ্ধার ও তল্লাশীর জন্য কোস্টগার্ড কে অবহিত করা হয়েছে । তবে বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।