• আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | জুন ২৯, ২০২৪ আইন ও আদালত

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে নিখোঁজের একদিন পর পুকুর থেকে আফাজ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আফাজ উদ্দিন(৫৫) গোড়ল ইউনিয়নের মৃত আবুর উদ্দিনের ছেলে এবং তার একটি হাত অচল ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে ছাগল খুঁজতে বাড়ির পাশে পুকুর ধারে গেলে পা পিছলে পুকুরে পরে যায় পরে সেখান থেকে উঠতে না পেরে পানিতে ডুবে মারা যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একদিন পর পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষের কোন অভিযোগ নেই। তাই তার লাশ প্রশাসনকে অনুরোধ করেছি পরিবারের কাছে হস্তান্ত করার জন্য।

কালীগঞ্জ উপজেলার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের বলেন, পরিবারের পক্ষের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।