• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৫:০০ অপরাহ্ণ | জুলাই ১, ২০২৪ আইন ও আদালত

 

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা: মোঃ রাকিব (২৮) নামে ৪ বছরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ২। তার বিরুদ্ধে আদাবর থানা একটি দর্শন মামলা রয়েছে বলে জানান র্যাব।

তাঁকে তুরাগের দিয়াবাড়ী থেকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান।

এএসপি আসিফ বলেন, ২০২০ সালের ২১ সেপ্টম্বর রাতে অসুস্থ মাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। পরদিন তিনি আদাবর থানায় তিনজনের নামে মামলা করেন। আসামিরা পলাতক থাকা অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তিনি আরো বলেন, আদাবর থানা পুলিশ র‍্যাবের কাছে সহযোগিতা চাইলে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহারের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ভিকটিম তাঁর অসুস্থ মাকে দেখতে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাত ১০টায় রাজধানীর শ্যামলী মোড়ে দাঁড়ান। গাবতলীতে যাওয়ার জন্য কিছুক্ষণ পর গাবতলীগামী একটি বাসে ওঠেন তিনি। পথে টেকনিক্যাল মোড়ে ভিকটিম ছাড়া সব যাত্রী বাস থেকে নেমে যায়। পরে ভিকটিমকে জোর করে মিরপুর বেড়িবাঁধে নিয়ে যান বাসের চালক ও হেলপাররা। সেখান থেকে তাঁকে একটি রিকশায় করে আদাবরের ৬ নম্বর রোডের একটি রিকশার গ্যারেজে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন।’