• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ ৩ জন গ্রেফতার ।

| Evan Adil ৪:৪১ অপরাহ্ণ | জুলাই ১৫, ২০২৪ জাতীয়

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর স্পেশাল এ্যাকশন গ্রুপ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সুজন হাওলাদার, রুমা বেগম ও মোঃ আব্দুল্লাহ হাওলাদার।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিমের সহকারী পুলিশ কমিশনার ওবাইন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় ওয়ারীর বলধা গার্ডেন এলাকায় কতিপয় ব্যক্তির মধ্যে অবৈধ অস্ত্র-গুলি হস্তান্তর হবে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (১৪ জুলাই ২০২৪ খ্রি.) রাত সাড়ে আটটায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সুজন, রুমা বেগম, আব্দুল্লাহ নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি রিভলবার, ১টি পিস্তল ও ২০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।