• আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

নতুন ডিবিপ্রধানের দায়িত্ব পেলেন যে কর্মকর্তা

| নিউজ রুম এডিটর ১২:৫৮ অপরাহ্ণ | আগস্ট ১, ২০২৪ আইন ও আদালত, লিড নিউজ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব থেকে হারুন অর রশীদকে সরানো হয়েছে। তার স্থলে এখন থেকে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান।

বুধবার (৩১ জুলাই) রাতে পুলিশ সদর দফতরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে পদায়ন হয়েছেন।

অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মহা. আশরাফুজ্জামানকে ডিবির দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন।