• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা |

ভারতে পালানোর সময় ‘কি-লার অনিক’ গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১:১১ পূর্বাহ্ণ | আগস্ট ২৭, ২০২৪ আইন ও আদালত, লিড নিউজ

ভারতে পালিয়ে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনে হত্যায় সরাসরি অংশ নেওয়া মো. তারেক আহাম্মেদ অনিক ওরফে কিলার অনিককে (৩৪) গ্রেফতার করেছে মহেশপুর বিজিবি-৫৮।

সোমবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ তথ্য জানান বিজিবি-৫৮।

বিজিবি জানায়, অনিক ঢাকা জেলার উত্তর বাড্ডা ভাওয়ালিয়া পাড়া সুতীভোলা এলাকার ও ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি হাজী আবু তাহেরের ছেলে। অনিক ঢাকা ৩৮নং ওয়ার্ড যুবলীগের একজন কর্মী। স্থানীয়ভাবে তিনি ‘কিলার অনিক’ নামে পরিচিত বলে জানায় বিজিবি।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিলার অনিক রাতে মহেশপুরের সীমান্তের মাটিলা গ্রাম দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন অবস্থায় বিজিবি ওই এলাকায় তিনটি বিশেষ টহল দল নিযুক্ত করে। এছাড়াও পূর্ব থেকেই সব বিওপিতে কিলার অনিকের বিষয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল।

রাতে বিজিবি সব গ্রামে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে মাটিলা গ্রামের একটি মেহগনি বাগানে একজন লুকিয়ে আছে বলে খবর পাওয়া গেলে বিজিবি টহল দল সে এলাকা ঘিরে ফেলে। তখন অনিক দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তাকে গ্রেফতার করে বিজিবি।

তিনি জানান, পরে কিলার অনিককে জিজ্ঞাসাবাদে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার যুবলীগের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং ঢাকায় সংঘটিত সাম্প্রতিক ছাত্রহত্যা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।

কিলার অনিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার কারণে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বাড্ডা থানায় দায়ের করা একাধিক মামলার তালিকাভুক্ত ও একজন পলাতক আসামি।

আত্মগোপনের জন্য সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমন করে ইতালিতে যাবে বলে বিজিবি ৫৮ আভিযানিক দলকে জানায়।