• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

নাড়িরটানে দেশে ফিরেছেন বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ডক্টর আসিফ এস মিজান

| নিউজ রুম এডিটর ৪:৪৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৩, ২০২৪ শিক্ষাঙ্গন

 

নিজস্ব প্রতিবেদক : মা মাটি মাতৃভূমির টানে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পর এটাই তার নিজ দেশ বাংলাদেশে প্রথম সফর।

বিদেশি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি ভিসি জাবির সাবেক ছাত্র প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন।

 

সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুসালাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। তাঁর দেওয়া ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তিনি কাতার এয়ারলাইন্সে করে গতকাল ২২ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছেছেন। ড. শেখ আসিফ এস. মিজান বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রয়াত মৌলভি জোবায়েদ আলী ও নূরজাহান বেগমের সন্তান। ডক্টর মিজান নিজেও একজন সমাজসেবক এবং রোটারি ক্লাব অব ঢাকা স্কলারসের প্রতিষ্ঠাতা যুগ্ম-সম্পাদক।

প্রফেসর ড. মিজানের সাথে ফোনালাপে জানা যায়, তিনি মাতৃভূমি সফরকালে কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভ্যর্থনা গ্রহণ করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।

এছাড়াও তিনি খ্যাতনামা শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ করবেন এবং একাডেমিক নানান বিষয়ে আলোচনা করবেন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। দেশবাসীর কাছে প্রফেসর ড. মিজান আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, গত ২ এপ্রিল দারুসালাম ইউনিভার্সিটির ভিসি পদে নিযুক্ত হন। প্রফেসর মিজান প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে ব্যবস্থাপনা পর্ষদে তাঁকে উপাচার্য হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনটি স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজানকে দারুসালাম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ডক্টর মিজানের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি এর আগে সোমালিয়ার সিটি ইউনিভার্সিটি অব মোগাদিসুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান, আলফা ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব বুরোর পোস্টগ্র্যাজুয়েট স্কুলের পূর্ণকালীন প্রফেসর। সিমাদ ইউনিভার্সিটি, জামুরিয়া ইউনিভার্সিটি, গোলিস ইউনিভার্সিটি, রিফটভ্যালি ইউনিভার্সিটি এবং নিউ জেনারেশন ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন।

দেশ-বিদেশের জার্নালে ডক্টর মিজানের বহু আর্টিক্যাল ছাপা হয়েছে। তিনি ‘নারী ও রাজনীতি’ নামে একাটি বইয়ের রচিয়তা। ডক্টর মিজান অনেক দেশ ভ্রমণ এবং সেমিনারে অংশগ্রহণ করে পেপার প্রেজেন্টস, কিনোট স্পিকার, রিসোর্স পারসন ও চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজ দেশে সফর বিষয়ে তিনি লেখেন,

“দিনশেষে সবাই নিজ ঘরে ফিরতে ভালোবাসে, আমিও আসছি। আলহামদুলিল্লাহ।”

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে  কবিঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত’র স্বদেশ কবিতার  অংশ বিশেষ এর মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করেন

স্বদেশের প্রেম যত,
সেই মাত্র অবগত,
বিদেশেতে অধিবাস যার।

ভাব-তুলি ধ্যানে ধরে,
চিত্রপটে চিত্র করে,
স্বদেশের সকল ব্যাপার।

এছাড়াও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রফেসর ড. আসিফ মিজান নানান সময় তার নিজ ফেসবুকে লেখালেখি করেও বেশ আলোচিত হন। এছাড়াও সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী আসিফ মিজান চলমান দেশের পরিস্থিতি নিয়ে নানান সময় তাঁর মূল্যবান বক্তব্য তুলে ধরেন।

২০১৬ সাল থেকে peoplesnews24.com এর উপদেষ্টা পদে আছেন ড. আসিফ এস মিজান তাই তার  এই সফরে পিপলস নিউজ পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ফোন কলে কুশল বিনিময় করেন।

উল্লেখ  এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আসিফ এস মিজান স্যারের ছাত্রী ছিলেন সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা। তিনি স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন খুব শিগগির তিনি ড. আসিফ এস মিজান এর সাথে দেখা করবেন।