• আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মিলন গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ১:২৫ অপরাহ্ণ | অক্টোবর ৮, ২০২৪ আইন ও আদালত, বিএনপি, রাজনীতি

 

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।। রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সোমবার রাতে উত্তরার আজমপুরের জমির আলী মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সে উত্তরার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

এ বিষয়ে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর নাশাদ বলেন, ‘যুবদলের উত্তরা পশ্চিম থানার সাবেক আহ্বায়ক মিলন আজমপুরের জমির আলী মার্কেটে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। পরে অভিযোগের ভিত্তিতে তাঁকে সেনাবাহিনী গ্রেপ্তার করে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর মিলনকে পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’