• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

সনাতন ধর্মাবলম্বী নিচ্ছিদ্র নিরাপত্তা পরিস্থিতি করছেন নৌ প্রধান

| নিউজ রুম এডিটর ৮:৩৩ অপরাহ্ণ | অক্টোবর ৮, ২০২৪ বরিশাল, সারাদেশ

বরগুনা প্রতিদিন : পুলিশ, র্যাব, আনসার ও কোস্টগার্ডের সমন্বয়ে দূর্গা পূজাকে সার্বজনীন করার জন্য নৌবাহিনী সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন খুলনা অঞ্চলের নৌবাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক। মন্দির পরিদর্শন শেষে দুপুরে বরগুনার আখড়াবাড়ি পূজামণ্ডপে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, নৌবাহিনী মোতায়েনরত বরিশাল ও খুলনা বিভাগের এলাকাসমূহে দূর্গা পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত নৌবাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নৌ প্রধান।

রিয়ার এডমিরাল গোলাম সাদেক, (জি), এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন। এরিয়া কমান্ডার, খুলনা নৌঅঞ্চল।

দূর্গা পূজায় কোন ধরনের হুমকি নেই জানিয়ে তিনি বলেন, নৌবাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থায় আশ্বাস হয়েছেন সনাতন ধর্মাবলম্বীসহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।

আরো বলেন সনাতন ধর্মালম্বী যারা এই আমাদের বড় উৎসব দুর্গাপূজা আয়োজন করছেন এবং উদযাপন করছেন তাদের কাছে আমাদের বক্তব্য হলো যে সশস্ত্র বাহিনী অর্থাৎ নৌবাহিনী এখানে আছে বরগুনা জেলায় তার সাথে স্থানীয় প্রশাসন ডিসি মোহদা এখানে আছেন পুলিশ র‍‍্যাপিড কোর্সগার্ড এবং আনসার বাহিনীর সাথে মিলে আমরা এই পূজা টাকে যাতে সার্বজনীন ভাবে উদযাপন করা যায় কোন বিশৃঙ্খলা না সৃষ্টি হয় সেজন্য আমরা সর্বদা প্রস্তুত আছি এবং আমরা কিন্তু ভোলা জেলা বরগুনা জেলা এবং খুলনার কিছু অংশ মিলে নৌবাহিনী এবং কোচঘাট সার্বক্ষণিক এখানে নিরাপত্তার দায়িত্বে আছে এবং আমরা আশা করি যে আমরা সব বাহিনী এবং স্থানীয় প্রশাসন মিলে যে ব্যবস্থাগুলো নিয়েছে এতে আমি সন্তুষ্ট এবং আপনাদের সহযোগিতা এবং আজকে যারা এখানে পূজা কমিটির যে সভাপতি ছিলেন এবং সর্বজনীন বরগুনা জেলার যে পূজা কমিটির সভাপতি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে সবাই মিলে তাদের স্বেচ্ছাসেবক বাহিনী এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই মিলে আমরা শান্তির শৃঙ্খলা এবং অন্যান্য যে নিরাপত্তা আছে সেগুলো রক্ষায় একসাথে কাজ করব।