• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

পূজা ও নির্বাচনের ডিউটিতে সিন্ডিকেট তৈরি’ আনসার নিয়োগে টাকার বাণিজ্য”ইস্পাকুল কবির বিরুদ্ধে।

| নিউজ রুম এডিটর ৮:৪২ অপরাহ্ণ | অক্টোবর ৮, ২০২৪ আইন ও আদালত

 

কাঁঠালিয়া সংবাদদাতা : কাঁঠালিয়া উপজেলা দুর্গাপূজার ডিউটিতে আনসার নিয়োগে টাকার বাণিজ্যের অভিযোগ উঠছে উপজেলা মো.ইস্পাকুল কবির’আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক বিরুদ্ধে। উপজেলার দুর্গাপূজার নিরাপত্তার জন্য জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে নামমাত্র যাচাই-বাছাই করে পুরুষ ও মহিলা আনসার বাছাই করা হয়। বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলে এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, চলতি দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যে নিয়োগে টাকা হাতিয়ে নেন উপজেলা আনসার
মো.ইস্পাকুল কবির আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক। সাধারণ আনসারদের অভিযোগ উপজেলা আনসার যাচাই-বাছাই দিন অফিসে ছুটে আসেন। তিনি দীর্ঘদিন থেকে এ উপজেলায় কর্মরত থাকায় নিজ বাড়ি মনে করে। অফিসের কাজ বাসায় বসে করছেন তিনি।

কাঠালিয়া ছাএলীগ পরিচয় দিয়ে কাউকে তোয়াক্কা করছেন না। এ ব্যাপারে মোবাইলে জানতে চাইলে
মো.ইস্পাকুল কবির”আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক”কোনো অনিয়ম হয়নি। জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিন লোক নেয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, লোক পাওয়া না গেলে কি করব।
জেলা কমান্ডার এ বিষয়ে মোবাইল ফোন জানতে চাইলে বলেন, এ ধরনের কোন কাজ করা যাবে না যদি প্রমাণ হয় তাহলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।