• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

ভারত থেকে ফেরার পথে ‘ল্যাংড়া’ জামাল আটক

| নিউজ রুম এডিটর ৮:০০ পূর্বাহ্ণ | নভেম্বর ৬, ২০২৪ সারাদেশ, সিলেট

নিজস্ব প্রতিবেদক :বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের পর ভারত থেকে ফেরার পথে জামাল হোসেন ওরফে ল্যাংড়া জামালকে আটক করেছে বিজিবি। তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকা থেকে রোববার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করে।

সোমবার আলামতসহ তাকে তাহিরপুর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার ২৮ বিজিবি সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জামাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লামাকাটার আব্দুল হাসেমের ছেলে। পেশাদার মাদক চোরাকারবারি হওয়ার সুবাধে জামাল হোসেন ল্যাংড়া জামাল হিসেবে সীমান্তজুড়ে চোরাকারবারিদের কাছে পরিচিত।

আটকের সময় জামালের হেফাজত থেকে একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসেট (দুটি সিমসহ) জব্দ করে বিজিবি টহল দল।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বিজিবি বাদী হয়ে জামালের বিরুদ্ধে সোমবার থানায় মামলা দায়ের করেছে।।