• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্র গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি

| নিউজ রুম এডিটর ৭:৫৩ অপরাহ্ণ | নভেম্বর ২৮, ২০২৪ রাজনীতি

 

গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি

সিলেট: অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে গোপন বৈঠকে থাকা সুনামগঞ্জের মধ্যনগরে ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কবির মিয়া ওরফে কবির খাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

কবির মধ্যনগর উপজেলার মাছুয়াকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর মধ্যনগর উপজেলা সদরের উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের বাসার পেছনে থাকা তার ব্যাক্তিগত অফিস থেকে জেলা ছাত্রলীগের ওই সহ সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।

এর পূর্বে মধ্যনগর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) বাদী হয়ে ১৮ ছাত্রলীগ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাতনামা ২০ আসামিসহ ৩৮ ছাত্রলীগ নেতাকর্মীর নামে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন ।

বৃহস্পতিবার মধ্যনগর থানার ওসি সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান , সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসেভ আলভী তালুকদারের বাসার পেছনে তার অফিস কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর ২৩ অক্টোবর ২০২৪ তারিখে ঘোষিত বাংলাদেশ গ্যাজেট অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩৫/৩৮ জন নেতাকর্মী দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক সরকারী কার্যক্রমকে ব্যহত করার মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্রে অংশ হিসাবে মধ্যনগর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারী অফিসে অগ্নিসংযোগ, ভাংচুর ও ক্ষতিসাধনের জন্য বুধবার দুপুরে গোপনে বৈঠক করে অন্তর্ঘাতমূলক কার্যক্রম করার জন্য গোপনে সমবেত হয়েছিলো এবং গোপন বৈঠক করে ।