• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

আলিফ হত্যার প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

| নিউজ রুম এডিটর ৭:৫৯ অপরাহ্ণ | নভেম্বর ২৮, ২০২৪ আইন ও আদালত

সিলেট: ইসকন সমর্থকদের হাতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাতান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র চত্বও থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের আয়োজেন ওই বিক্ষোভ মিছিলটি আদালত প্রাঙ্গন প্রদক্ষিণ করে। এরপর বিক্ষোভ মিছিলে অংশ নেয়া আইনজীবীগণ মানববন্ধন প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকারের মদদপুষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল ইসকন। সন্ত্রাসী-উগ্রপন্থী সংগঠনের নাম হচ্ছে ইসকন।

বক্তারা আরো বলেন, চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে এই সংগঠনের লোকজন। ইসকন নামে এ সন্ত্রাসী সংগঠনকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিষিদ্ধ করতে হবে।

আলিফ হত্যাকান্ডে ইন্দনদাতা,উস্কানিদাতা জতিদের দ্রুত গ্রেফতার করার দাবি তোলেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন,আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুক আলম,ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আব্দুল হক,পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এপিপি ও সহ সভাপতি অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন,এপিপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, এপিপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আইন উদ্দিন,এপিপি অ্যাডভোকেট মাসুক আহমদ, অ্যাডভোকেট জয়শ্রী রাণী প্রমুখ।