• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

বিজিবির বিশেষায়িত টিমের হাতে কোটি টাকার বিদেশি মদ কাপড়ের চালান জব্দ

| নিউজ রুম এডিটর ৮:০৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২৪ আইন ও আদালত

সিলেট: ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে থানা কাপড় শীতের কম্বল মদ সহ কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র বিশেষায়িত টিম।

বুধবার ভোররাতে সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিজিবির বিশেষায়িত টিম সীমান্তে অভিযান চালিয়ে ওইসব ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করে।

বুধবার দুপুরে সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক (সিও বিজিবি) জানান,বুধবার ভোররাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহকারি পরিচালক (বিজিডিও) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের বিজিবির একটি বিশেষায়িত টিম অভিযান চালায়।

অভিযানে জেলার বিশ^ম্ভরপুরের চিনাকান্দি বিওপির বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা চিনাকান্দি থেকে দুটি পিকআপ বোঝাই ভারতীয় (জর্জেট ) থান কাপড়, শীতের কম্বল, কসমেটিকস, চিনি, ফুসকা, কার্টুন ভর্তি মদের বোতল জব্দ করে।

জব্দকৃত চোরাচালানের মালামালের মুল্য প্রায় ৯০ লাখ ৬৩ হাজার ৮৪২ টাকা।