• আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর | গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত ২০০ ছাড়ালো | মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র | দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু | গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত |

বিজিবির বিশেষায়িত টিমের হাতে কোটি টাকার বিদেশি মদ কাপড়ের চালান জব্দ

| নিউজ রুম এডিটর ৮:০৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২৪ আইন ও আদালত

সিলেট: ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে থানা কাপড় শীতের কম্বল মদ সহ কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র বিশেষায়িত টিম।

বুধবার ভোররাতে সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিজিবির বিশেষায়িত টিম সীমান্তে অভিযান চালিয়ে ওইসব ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করে।

বুধবার দুপুরে সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক (সিও বিজিবি) জানান,বুধবার ভোররাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহকারি পরিচালক (বিজিডিও) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের বিজিবির একটি বিশেষায়িত টিম অভিযান চালায়।

অভিযানে জেলার বিশ^ম্ভরপুরের চিনাকান্দি বিওপির বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা চিনাকান্দি থেকে দুটি পিকআপ বোঝাই ভারতীয় (জর্জেট ) থান কাপড়, শীতের কম্বল, কসমেটিকস, চিনি, ফুসকা, কার্টুন ভর্তি মদের বোতল জব্দ করে।

জব্দকৃত চোরাচালানের মালামালের মুল্য প্রায় ৯০ লাখ ৬৩ হাজার ৮৪২ টাকা।