• আজ ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল | পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে যা বললেন ফারুকী | সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা | আজ সরস্বতী পূজা, সারাদেশে চলছে বিদ্যার দেবীর আরাধনা | যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,৪০০ অবৈধ অভিবাসী গ্রেফতার | প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা | ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল | সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল | আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন | গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের |

শেরপুরের বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের এক ট্রাক বই উদ্ধার, আটক -১

| নিউজ রুম এডিটর ১০:৫৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২৫ লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর সদরের লছমনপুর দড়িপাড়া থেকে বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির এক ট্রাক বই উদ্ধার করেছে পুলিশ। এসময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বইগুলো ২২ জানুয়ারি রাত নয়টার সময় শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে উদ্ধার করা হয়। আজ ২৩ জানুয়ারি দুপুরে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ জানুয়ারি রাত অনুমান নয়টার সময় এক ট্রাক বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির বই নিয়ে ট্রাকটি শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
পরে গননা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়।

তবে প্রাথমিকভাবে জানা গেছে বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই।

এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোন জেলার বই হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।