• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

শেরপুরের বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের এক ট্রাক বই উদ্ধার, আটক -১

| নিউজ রুম এডিটর ১০:৫৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৩, ২০২৫ লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর সদরের লছমনপুর দড়িপাড়া থেকে বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির এক ট্রাক বই উদ্ধার করেছে পুলিশ। এসময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বইগুলো ২২ জানুয়ারি রাত নয়টার সময় শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে উদ্ধার করা হয়। আজ ২৩ জানুয়ারি দুপুরে সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২২ জানুয়ারি রাত অনুমান নয়টার সময় এক ট্রাক বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির বই নিয়ে ট্রাকটি শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
পরে গননা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়।

তবে প্রাথমিকভাবে জানা গেছে বইগুলো কুড়িগ্রাম জেলার বরাদ্দকৃত বই।

এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোন জেলার বই হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।