

মোহাম্মদ রোমান হাওলাদার: মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কোরআনুল কারিম অনুষদ থেকে ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের শিক্ষার্থী মাসউদ আব্দুল্লাহ আল আজহারী। এই অনুষদ থেকে মাসউদ আব্দুল্লাহ ডিগ্রি অর্জন করা প্রথম বাংলাদেশি শিক্ষার্থী। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানটির ঘোষিত ফলাফলে এই কৃতিত্ব অর্জন করেন ২০১৫ সালের শেষের দিকে ধর্মীয় উচ্চ শিক্ষা লাভের আশায় মিশরে যাওয়া এই শিক্ষার্থী।
বিশ্বে সবচেয়ে ব্যাপক ও দীর্ঘ সময় ধরে পবিত্র কুরআন পাঠদানের অন্যতম এক প্রতিষ্ঠান হলো আল-আজহার বিশ্ববিদ্যালয়। মাসউদ আব্দুল্লাহ এরআগে এই বিশ্ববিদ্যালয় থেকে মাহাদুল ক্বিরাত (ক্বিরাত ইনস্টিটিউট) ও ‘পবিত্র কুরআনুল কারীম অনুষদ’ থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করছেন। ২০১৫ শেষের দিকে উচ্চতর শিক্ষা ইলমুল ক্বেরাত গ্রহণের জন্য বিশ্বের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মিশরে জামিউল আজহার পারি দেন মাসউদ। সেখানে দুই বছরে মাহাদুল ক্বেরাত ( ক্বেরাত ইনস্টিটিউট ) থেকে ইলমুত তাজওয়ীদের উপর কৃতিত্ব অর্জন করে ফ্যাকাল্টি অফ হলি কোরআন (কোরআন অনুষদ) ভর্তি হন।পরবর্তীতে দুই স্তরে যথাক্রমে পবিত্র কোরআনের বিশুদ্ধরূপে তিলাওয়াতের পদ্ধতি ‘ইলমুত তাজবীদ’ ও ‘উচ্চতর উলুমুল ক্বিরাত’ শেষ করেছেন। ২০২৩ আল- আজহার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ হলি কোরআন ( কোরআন অনুষদ) অনার্স সম্পন্ন করেন। জানা যায়, ২০২৩ সালের জুলাই থেকে মাসউদ আব্দুল্লাহ সংযুক্ত ইউনাইটেড আরব আমিরাতে সরকারিভাবে মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি জামিয়া কাসিমিয়া শারজাহতে ইলমুল ক্বিরাত নিয়ে মাস্টার্সে অধ্যায়নরত আছেন৷ পটুয়াখালীর সন্তান মাসউদ আব্দুল্লাহ এরআগে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া থেকে দাওরা হাদীস, মিরপুরের মারকাজুল উলুম আল-ইসলামিয়া থেকে ইফতা শেষ করেছেন। মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কোরআনুল কারিম অনুষদ থেকে এই প্রথম বাংলাদেশি হিসাবে ডিগ্রি অর্জন করা মাসউদ আব্দুল্লাহ আল আজহারী পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ ডোকলা খালী গ্রামের মরহুম মাওলানা নূরুল আমিন আতিকীর পুত্র। মাসউদ আব্দুল্লাহর এই ডিগ্রি অর্জন কেবল তার পরিবারের মর্জাদাকেই বৃদ্ধি করেনি বরং বিশ্বের দরবারে বাংলাদেশের মর্জাদাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। মাসউদ আব্দুল্লাহ আল আজহারী মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কোরআনুল কারিম অনুষদ থেকে ডিগ্রী অর্জন করায় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব শুভাকাঙ্কীসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
এব্যপারে মাসউদ আব্দুল্লাহ প্রতিবেদককে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পবিত্র কোরআন অধ্যায়নের একটি বিশেষ স্তর শেষ করার সুযোগ পেয়েছি। সেটা যখন ইসলামী শিক্ষার সর্ব প্রাচীন ও অদ্বিতীয় প্রতিষ্ঠানসমূহের অন্যতম আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তখন অনুভূতি আসলেই অন্যরকম।