• আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে আছিয়ার গায়েবানা জানাযা ও প্রতিবাদ সমাবেশ

| নিউজ রুম এডিটর ১২:১৮ পূর্বাহ্ণ | মার্চ ১৪, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি:মাগুরায় ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা প্রথমে প্রতিবাদ সমাবেশ করেন। পরে গায়েবানা জানাজা পড়েন তারা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী হাসানুল বান্না, ছাত্র শিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় প্রতিবাদকারীরা দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, আজ আমরা বুক ভরা কষ্ট নিয়ে দাড়িয়েছি। আমাদের বোন আছিয়া এক নরপশুর নির্মম লোভের স্বীকার হয়ে ধর্ষিত হয়েছে। আমরা তার বিচারের দাবিতে একত্রিত হয়েছি। বিভিন্ন পত্রিকায়  প্রকাশিত হয়েছে গত ৫ বছরে ৬ হাজার নারী ধর্ষিত হয়েছে এবং এই বছরে ২ মাসে ১০৭ জন ধর্ষিত হয়েছে। এখন পর্যন্ত কোন ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বলে মনে করিনা। আমরা আছিয়া সহ সকল ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। প্রয়োজনে জনগণের সেন্টিমেন্ট বুঝে আইনের সংশোধনী এনে বাংলাদেশে ইতিহাস তৈরি করে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সরকার যদি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারে তাহলে ছাত্র জনতা আবার মাঠে নামবে।

সমন্বয়ক এস এম সুইট বলেন, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে হাজির হওয়া। বিগত স্বৈরাচার সরকারের সময়ে হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু সরকার কোনো বিচার করেনি। আমরা দেখেছি কিভাবে তনুকে হত্যা করা হয়েছে। বসুন্ধরার আনভীর কর্তৃক মুনিয়ার হত্যাও আমরা দেখেছি। আজ যদি আনভীরে বিচার হতো তাহলে আজকের এই ধর্ষণের ঘটনা দেখতে হতো না। সেই সকল ঘটনার কোনো বিচার হয় নি। আশা করি সরকার বর্তমান ঘটনার যথাযথ বিচার করবে। পূর্বে বাংলাদেশ একটা বিচারহীনতার সংস্কৃতিতে ছিলো। বর্তমান বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি থাকতে পারেনা। আমরা আমাদের লড়াই জারি রাখবো। আমরা দেশের সকল অন্যায় অপরাধ প্রতিহত করতে বদ্ধপরিকর।