• আজ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির | বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির | সাজিদ’র রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল ইবি। | সমাবেশস্থলে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান | প্রয়োজনে গোপালগঞ্জের ঘটনায় মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ভিসাপ্রার্থীদের কঠোর বার্তা দিলো ঢাকার মার্কিন দূতাবাস | জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত। | কুবিতে র‍্যাগিংয়ের ঘটনায় দুই বিভাগে ১২ শিক্ষার্থী বহিষ্কার। | গণহত্যা করেও অনুশোচনা নেই হাসিনার, করছে দেশ ধ্বংসের ষড়যন্ত্র’ | গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার আহ্বান নাহিদের |

কোর্টে মেসি পরিবারসহ উপস্থিত থাকায় নার্ভাস ছিলেন কিংবদন্তি জকোভিচ

| নিউজ রুম এডিটর ৩:৫৪ অপরাহ্ণ | মার্চ ২৯, ২০২৫ খেলাধুলা

এটা টেনিসের কোনো গ্র্যান্ড স্লামের সময় নয়, এখন চলছে মায়ামি ওপেন। সেই মায়ামি, যেই শহরের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি খেলছেন। আজ পরিবারসহ এই প্রতিযোগিতা উপভোগ করতে গিয়েছিলেন মেসি, খেলা দেখেছেন টেনিসের কিংবদন্তি নোভাক জকোভিচের।

জকোভিচ আজ সেমিফাইনালে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রেগর দিমিত্রভকে। জয়টা খুব সহজেই মিলেছে, ৬-২ ও ৬-৩ সেটে। সহজ এই জয়ের পথেও নার্ভাস ছিলেন সার্বিয়ান তারকা, কারণ খেলা দেখছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

জকোভিচ টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক, কোর্ট নামলেই রেকর্ডের ছড়াছড়ি। টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ডস্লামের মালিকও এই সার্বিয়ান। শুধু তাই নয় রেকর্ড দশবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন। ২০২৩ সালে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ট্রিপল গ্র্যান্ড স্লাম জয় করে হইচই ফেলে দিয়েছিলেন। মেসির উপস্থিতির কারণে সেই জকোভিচও নার্ভাসনেস অনুভব করেছেন।

ম্যাচশেষে জকোভিচ বলেন, ‘মনে হয় প্রথমবার মেসির সামনে খেললাম। কিছুটা নার্ভাসও ছিলাম। তার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা। মেসি আমার চোখে সবচেয়ে বড় তারকা। তার সামনে পারফর্ম করতে পারা আমার জন্য সম্মানের।’

ম্যাচ জিতলেও জকোভিচ মেসির এক ছেলের কাছ থেকে পুরো পাশ মার্ক পাননি। ১০-এ ৮ দেওয়া হয়েছে তাকে। এ সম্পর্কে জকোভিচ বলেন, ‘মেসির ছেলে আমাকে ১০-এ ৮ দিয়েছে। বলেছে পরের ম্যাচে ১০-ই পেতে হবে।’