• আজ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

শেরপুরে শ্রীরবর্দীতে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৩:৪২ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর : শেরপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিজুল হক (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজুল হক শ্রীবরদী উপজেলার কারারপাড়া এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

জেলার শ্রীবরদী উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। প্রথমে বিষয়টি গোপন রেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে গত শুক্রবার রাতে ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ৯৯৯ এ ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় শ্রীবরদী থানা-পুলিশ। পরে শিশুটির মা বাদী হয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করে। এ ঘটনায় গতকাল শনিবার ধর্ষণ মামলা গ্রহণ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ। ওসি জানান, শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ওইদিন বিকেলে আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা বাকপ্রতিবন্ধী দিনমজুর এবং তার মা অন্যের বাড়িতে আয়ার কাজ করেন। বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাড়িতে অবস্থান করছিল। এ সময় তার বাবা-মা বাড়িতে না থাকায় অভিযুক্ত আজিজুল হক বাড়ির উঠানে গিয়ে শিশুটির কাছে খাবার পানি চান। এরপর পানি খাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। ওই সময় শিশুটি চিৎকার করলে তাকে রান্নাঘরে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশুটির মা বাড়িতে গিয়ে রান্না ঘরের মাটিতে শিশুটিকে কান্নাকাটি করতে দেখতে পান। পরে শেরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. কামরুন্নাহার নার্গিসের কাছে চিকিৎসা করান। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আজিজুল হককে আটক করে পুলিশে দেয়।
শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।