

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।চলতি বছরের হজের উদ্দেশ্যে মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। রাত ২টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রওনা দেবে সৌদি আরবের উদ্দেশে। এ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ধর্ম মন্ত্রণালয়।
আজ সোমবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে হজযাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে উপস্থিত হতে শুরু করেছেন। বিমানবন্দর ও আশপাশ এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে দুই শতাধিক পুলিশ সদস্য। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও জোরদার করা হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
সাধারণত সৌদি আরবে ইমিগ্রেশন সম্পন্ন হয়ে থাকলেও এবার বাংলাদেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রমই সম্পন্ন হবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কার্যক্রম চলছে আশকোনা হজ ক্যাম্পে।
ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ পালন করতে প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসলমান সৌদি আরবে সমবেত হন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ অথবা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।