• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

মাদক গ্রহণের দায়ে কুবির দুই শিক্ষার্থী বহিষ্কার 

| নিউজ রুম এডিটর ৭:৩১ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০২৫ শিক্ষাঙ্গন

 

রাফি হোসেন কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় আটক হওয়ায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (১৪তম আবর্তন) তাকভির আল মাহমুদ ও সাইদ উদ্দিন আহমেদকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, তারা একবছর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও আবাসিক হলে থাকার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হায়দার আলী বলেন, ‘সকল সিন্ডিকেট সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

উল্লেখ্য,  গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ একজন বহিরাগতকে আটক করে প্রক্টোরিয়াল বডি। পরবর্তীতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে এবং আরেকজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।