• আজ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

মোরেলগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বস্ত্র বিতরণ

| নিউজ রুম এডিটর ১১:৩৭ অপরাহ্ণ | মে ৩০, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

বহুদলী গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বাগেরহাটের মোরেলগঞ্জ বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্যশষ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার এ দিনটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নানা কর্মসূচির মধ্যে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কুরআন খতম, দোয়া অনুষ্ঠান, বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম প্রমুখ। পরে দুস্থ্যদের মাঝে শাড়ী, লুঙ্গী ও খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের সহধর্মীনি শাহারুন জামান নিপা।