• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

| নিউজ রুম এডিটর ২:৩৫ পূর্বাহ্ণ | জুন ৫, ২০২৫ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। ৪ জুন বুধবার রাত ৮ টার দিকে শেরপুর পৌরসভাধীন মোবারকপুর মহল্লায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা দক্ষিণ নামাপাড়া গ্রামের ইলিয়াস হোসেন মেম্বারের ছেলে আল-আমিন (১৮), একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮) ও তৃতীয় লিঙ্গের রিতা বিশ্বাস (২৩)। এ ঘটনায় আহত ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে শেরপুর পৌর শহরের মোবারকপুর এলাকায় শেরপুর শহরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয় শ্রীবরদীগামী একটি ট্রাক। এসময় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী ইমরান ও রিতা বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হয়। পরে ইমরান হোসেন নামে আরেকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত অবস্থায় পাই। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করার পর সেখানে ইমরান মারা যায়। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।