• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

একেকজনের মৃত্যুতে জেগে উঠবে শত শত বীর: ইরানের প্রেসিডেন্ট

| নিউজ রুম এডিটর ৭:৫৯ অপরাহ্ণ | জুন ১৬, ২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

ইরানি জনগণের ঐক্য ও সংহতি আগের চেয়েও এখন বেশি প্রয়োজন এবং তাদের অবশ্যই হাতে হাত মিলিয়ে গণহত্যাকারী ইসরাইলি সরকারের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (১৬ জুন) পার্লামেন্টের এক অধিবেশনে পেজেশকিয়ান এই মন্তব্য করেন, যেখানে তিনি ইসরাইলি শাসনের অপরাধমূলক হামলার নিন্দা জানান; যাতে বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডার ও বিজ্ঞানী এবং কয়েক ডজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

 

ইরানের প্রেসিডেন্ট বলেন,
শত্রুরা সহিংসতা এবং হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের জাতিকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে পারবে না। একেকজন বীরের মৃত্যুতে আরও শত শত বীর পতাকা বহনের জন্য জেগে উঠবে এবং এই আক্রমণকারীদের সংঘটিত নিপীড়ন, অবিচার, অপরাধ এবং বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ‘আমাদের জনগণ ধারাবাহিকভাবে এটাই দেখিয়েছে – এ ধরনের সব নৃশংসতার মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেন, ইরান এই যুদ্ধে আক্রমণকারী নয়।

তিনি আরও বলেন, ‘আজ, আগের যেকোনো সময়ের চেয়েও বেশি, আমাদের ঐক্য ও সংহতির প্রয়োজন। সব ইরানিদের একত্রিত হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। যত পার্থক্য বা সমস্যাই থাকুক না কেন, এখনই তা দূরে সরিয়ে রাখতে হবে।’

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে ইসরাইলি আগ্রাসনের মোকাবিলা করারও আহ্বান জানান মাসুদ পেজেশকিয়ান।

সূত্র: প্রেস টিভি