• আজ ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবির বহরে যুক্ত হলো ৭টি বাস, ৮ উপজেলায় মিলবে যাতায়াতের সুবিধা

| নিউজ রুম এডিটর ৬:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০২৫ শিক্ষাঙ্গন

 

 

রুশাইদ আহমেদ, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহরে সাতটি নতুন বাস যুক্ত করা হয়েছে। নতুন বাসগুলোতে করে এখন থেকে রংপুরের আটটি উপজেলাতেই যাতায়াতের সুবিধা মিলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন সাতটি বাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, সিন্ডিকেট সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশেদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বাস মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় সচল বাসের সংখ্যা ছিল নিচের দিকে। ফলে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে বাস সংখ্যা বৃদ্ধির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সঙ্গে এক বছর মেয়াদী চুক্তিতে দুটি দোতলা বাস এবং পাঁচটি সিঙ্গেল ডেক (একতলা) বাস ভাড়ায় বেরোবি বাস বহরে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে। মেয়াদ শেষে আবার চুক্তি নবায়ন করা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্র।

বাসগুলোর মধ্য থেকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটি কর্মচারী এবং বাকি পাঁচটি বাস শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা। শিক্ষার্থীদের বাসগুলোর ভেতর একটি দোতলা বাস পীরগঞ্জ-মিঠাপুকুর রুটে এবং অপরটি ক্যাম্পাস-তারাগঞ্জ রুটে চলবে। একইসঙ্গে, গঙ্গাচড়া, পীরগাছা, বদরগঞ্জ ও কাউনিয়ায় অন্যান্য বাসগুলো নিয়মিত যাতায়াত করবে। এর মধ্যে বেশ কয়েকটি বাসের রুটে রংপুর নগরীর কিছু এলাকা অন্তর্ভুক্ত থাকায় বিদ্যমান বাসগুলোর ওপর চাপও কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ইউজিসির কাছে ১৪টি বাসের নতুন রুট প্ল্যান জমা দেওয়া হয়। পরবর্তীতে তাঁরা সাতটি বাসের অনুমোদন দেয়। তিনি যোগ করেন, এরই ধারাবাহিকতায় আমরা নতুন সাতটি বাস পেয়েছি। এর মধ্যে দুটি বিআরটিসির দোতলা বাস রয়েছে, যা রংপুরের আটটি উপজেলার শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের কষ্ট লাঘব করবে৷ এ ছাড়া, বাকি পাঁচটির মধ্য হতে একটি শিক্ষকদের জন্য এবং অন্য চারটি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ব্যবহৃত হবে। আমি আশা করি, শিক্ষার্থীরা আমাদের বাসগুলোতে নিয়মিত যাতায়াত করবেন এবং আমাদের উদ্যোগের মূল্যায়ন করবেন।

বেরোবিতে নতুন সাতটি বাস যুক্ত হওয়া প্রসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. শামসুর রহমান সুমন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল পরিবহন সংখ্যা বাড়ানোর। আজ সেটি পূর্ণতা পেল। আশা করি এতে করে আমাদের যে যাতায়াতের দুর্ভোগ আছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হবে।

বেরোবি অর্থনীতি বিভাগের ভিপি মো. মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমি বিশ্বাস করি, এই নতুন বাসগুলো শিক্ষার্থীদের কেবল যাতায়াত সহজ করবে না, বরং ক্যাম্পাসে পড়াশোনার প্রতি আরও আগ্রহ ও উপস্থিতি বাড়াবে। তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্রমোন্নতিতে আজকের এই সংযোজন একটি ঐতিহাসিক পদক্ষেপ। শিক্ষার্থীদের কল্যাণের কথা ভেবে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত আমাদের অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে।

এ দিকে, বাসগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে রবিবার সকালে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, সাতটি বাস যুক্ত হওয়ার ফলে বেরোবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা অনেকাংশে দূরীভূত হবে। ইউজিসি থেকে একসঙ্গে সাতটি বাস পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সকল উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন উপাচার্য।