

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ি ও মাঠে শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরের ১৪ টি প্রান্তিক ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির ড়উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নীলু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, কৃষি সম্প্রসারন অফিসার মো আনোয়ার হোসেন।
শেরপুর সদর উপজেলা কৃষি অফিস জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ি ও মাঠে শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নের প্রান্তিক ৮০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যেগ নেয় জেলা কৃষি বিভাগ। যেখানে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য ৩০০ জন কৃষক বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মূলাসহ রাসায়নিক সার পাবেন। এছাড়া মাঠে উপযুক্ত স্থানে সবজি চাষের জন্য ৮০জন কৃষক পাবেন লাউ বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি এমওপি। পাশাপাশি ১৪০ জন কৃষক ২০ শতাংশ জমির জন্য পাবেন ৪০ গ্রাম হাইব্রীড সবজি বীজসহ রাসায়নিক সার। সদরের চরাঞ্চলের ১৪০ জন কৃষক পাবেন, ২০ শতাংশ জমির জন্য ৬০ গ্রাম মিষ্টি কুমড়া বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি।
এছাড়া ১৪০ জন কৃষক পাবেন ২০ শতাংশ জমির জন্য ৪০ গ্রাম হাইব্রীড শসার বীজসহ প্রত্যেককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার।