• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

কারাগারে বাদীর সঙ্গে আসামির বিয়ে

| নিউজ রুম এডিটর ৪:১২ অপরাহ্ণ | অক্টোবর ১, ২০২১ সারাদেশ

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কারাগারে বন্দি এক আসামির সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় বিয়ের দেনমোহর ধরা হয়েছে ২০ লাখ ১ টাকা।

হাজতি বর চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে কে এম আক্কাস (৪৫)।

কারা সূত্র জানায়, বিয়েতে উভয়পক্ষের একজন করে অভিভাবক উপস্থিত ছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদীর বাড়িও চট্টগ্রামে। পরিচয়ের সূত্র ধরে আক্কাসের সঙ্গে ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ে না করে অন্য এক নারীকে বিয়ে করেন আক্কাস। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী। পরে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আক্কাস। পরবর্তীতে আক্কাসকে তালাক দেন তার স্ত্রী।

তিনি আরও জানান, এ মামলায় বাদীর সঙ্গে আসামির বিয়ের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ বিয়ে সম্পন্ন হয়।

পিএন/জেটএস