• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

কুুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৫:৫৯ অপরাহ্ণ | জুন ৩০, ২০২২ কুড়িগ্রাম, সারাদেশ

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী বাবলু হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ছাত্রলীগ কর্মী বাবলুর মা মনোয়ারা বেগম, ভাবী নুসরাত জাহান, জেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,
কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফীসহ অন্যরা। তারা অবিলম্বে বাবলু হত্যার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৮ জুন পরকীয়ার অভিযোগ এনে জেলা সদরের বেলগাছা ইউনিয়নের নীলকন্ঠ গ্রামে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার উপস্থিতিতে উভয় পক্ষের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটলে এক পর্যায়ে বাবলুর মাথায় আঘাত করলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু ঘটে।