• আজ ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ | মাইলস্টোনে বিমান বিধ্বস্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর | উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত দেড় শতাধিক | প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারে যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি | ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সউদীর ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ |

কুড়িগ্রামে লাইট হাউজের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৪:১৪ অপরাহ্ণ | জুন ৩০, ২০২৫ কুড়িগ্রাম

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০জুন সকাল ১১টার দিকে বেসরকারি সংস্থা লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, অন্যান্যদের  মধ্যে আরও উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: শাহাদৎ শাহরিয়ার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জসিম উদ্দিনসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন। সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন। লাইট হাউজ দুর্যোগ নিয়ে যে কাজ করছে। এতে করে মানুষ দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করনীয় বিষয়ে সচেতন হতে পারবেন বলে জানান তিনি।
প্রশিক্ষণে লাইট হাউজ, প্রকল্পের ধারণা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন লাইট হাউজের প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড এবং আরটিক্যাল ১৯ অর্থায়নে লাইট হাউজ কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুরসহ ০৫টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাসরত নারী, কিশোরী ও প্রতিবন্ধী ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করছে।