• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৭:০৭ অপরাহ্ণ | অক্টোবর ৯, ২০২২ ইসলাম, ধর্ম

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মাইন উদ্দিনঃ প্রতি বছরের ন্যায় এবারও কুলিয়ারচরের ফরিদপুর ও ছয়সূতী ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকাল ৮ টায় ফরিদপুর হযরত আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক (রঃ)’র মাজার শরীফ থেকে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) এর একটি র‌্যালি শুরু হয়ে ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মাজার শরীফে এসে র‌্যালিটি শেষ হয়।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ফরিদপুর ইউনিয়ন শাখার সভাপতি আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর আয়োজনে অনুষ্ঠিত জশনে জুলুসে নেতৃত্ব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ফরিদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ খোকন গাজী।

জশনে জুলুসের র‌্যালির প্রথম দিকে দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’। এ সময় অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও জাতীয় পতাকা বহন করে তারা নারায়ে তকবির, নারায়ে রেসালতের স্লোগানে স্লোগানে ফরিদপুর ইউনিয়নকে মুখরিত করে তোলে।

জুলুস শেষে জুলুসে অংশগ্রহণকারীরা মাজার প্রঙ্গনে এক মিলাদ ও দো’আ মাহফিলে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ফরিদপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ আলী আকবর, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ওবায়দুল করিম (উজির), ফরিদপুর মাজার শরীফের মোতোয়ালি মোঃ নজরুল ইসলাম কাজী, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাবেক ছাত্র নেতা আল-আমীন ভূঁইয়া টিংকু, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ওমর ফারুক ভূঞা, মোঃ আকতার হোসেন আশেকী, দক্ষিণ সালুয়া ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ছমির উদ্দিন ও আশরাফুল আলম স্বপনসহ ফরিদপুর ইউনিয়নের তরীকত পন্থী জনতা ও সুন্নি উলামায়ে কেরাম।

অপরদিকে সকাল ১০ টায় উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী স্টেশন থেকে একটি জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) শুরু হয়ে মাদবদী, নওগাঁ প্রদক্ষিণ করে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে প্রতাপনাথ বাজারে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত এর উপদেষ্টা ডাঃ মোঃ মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, কান্দিগ্রাম ফারুকিয়া দরবার শরীফের পীর মোঃ ফারুক শাহ নক্সেবন্দি, সৈয়দ ফয়জুল মুত্তাকিন, সৈয়দ ফয়জুল আবেদ, মাওলানা সাদেকুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ জমীর, এডভোকেট মুহাম্মদ শাহ্ আলমসহ অত্র ইউনিয়নের তরীকত পন্থী জনতা ও সুন্নি উলামায়ে কেরামগন।

উল্লেখ্য, হিজরি সনের ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস হিসেবে সারাবিশ্বে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।