• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

সিরাজদিখানে ভাইয়ের হাতে ভাই খুন,বড় ভাই আটক!

| নিউজ রুম এডিটর ৯:০৮ অপরাহ্ণ | নভেম্বর ৫, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে সিরাজদিখানে বড় ভাই আব্বাস দেওয়ানের (৩৯) এর লাঠির আঘাতে ছোট ভাই রাসেল দেওয়ান (৩৫) এর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০ টায় উপজেলার ইছাপুরা ইনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় ওইদিন রাতেই কুসুমপুর গ্রাম থেকে বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর কুসুমপুর গ্রামের আজিজ দেওয়ানের দুই ছেলে আব্বাছ দেওয়া ও ছোট ছেলে রাসেল দেওয়ানের সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে পারিবারিক বিরোধে ছিল । সেই বিরাধের জের ধরেই আজ রাত সাড়ে ৯ টায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা হলে এক পর্যায় বড় ভাই আব্বাছ দেওয়ান ছোট ভাই রাসেল দেওয়ানকে লাঠি দিয়ে আঘাত করলে রাসেল দেওয়ান মাটিতে পরে যায় । স্বজনরা উপজেলার ইছাপুরা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ।

এ ব্যপারে সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি দুই ভাইয়ের মধ্যে টাকা-পয়সা লেনদেন নিয়ে পারিবারিক কলহ ছিল। তারই জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় এক পর্যায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই রাসেল দেওয়ান মারা যায়। তবে কি দিয়ে আঘাত করেছে তা জানতে একটু সময় লাগবে । ঘটনার ঘন্টাখানেকের মধ্যেই বড় ভাইকে আটক করা হয়েছে ।