• আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

বছরে সাড়ে চার কোটি টাকা সমপরিমাণ উদ্ধার চালিয়েছে ফায়ার সার্ভিস

| নিউজ রুম এডিটর ৫:১৬ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ
আগুন নিয়ে দুর্ঘটনা রোধে সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লালমনিরহাটে সারাদেশের ন্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত আলোচনা সভায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের সচেতনতা মূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন জানান, জেলায় গত এক বছরে প্রায় সাড়ে চার কোটি টাকার সমপরিমাণ উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। এছাড়াও আগুনে পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট ও ধুমপান, ছোটদের আগুন নিয়ে খেলায় জেলায় ২৫৮ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আয়োজনে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ব্যানার ফেস্টুনের মাধ্যমে তুলে ধরা হয়। আগুন থেকে বাঁচার উপায়, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, ভুমিকম্পের ক্ষতি হ্রাসসহ প্রাথমিক উদ্ধার কাজের কৌশল শিখিয়ে দেওয়া হয়। জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ এসব আয়ত্ত করেন।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ওয়াদুদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতিক, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।

পরে সাধারণ মানুষদের ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন করা হয়।