• আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

আদিতমারীতে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

| নিউজ রুম এডিটর ৫:২৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২২ লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন আব্দুর রশিদ (৫৮) নামে এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে গাছের সঙ্গে রশিতে ঝুলে থাকা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। মৃত আব্দুর রশিদ উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক সময় রিক্সা চালিয়ে সংসার চালালেও বৃদ্ধ বয়সে বেকার হয়ে পড়েন আব্দুর রশিদ।

স্ত্রীর দিনমজুরী আয়ে কোনোরকমে চলে তার সংসার। অভাব-অনটনের সংসারে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগে।

বুধবার (২১ ডিসেম্বর) ঝগড়ার জেরে ক্ষিপ্ত হয়ে নিজের ঘরের কিছু আসবাবপত্র ভাংচুর করেন আব্দুর রশিদের স্ত্রী। সেই ক্ষোভে-অভিমানে ওই দিন মধ্যরাতেই সবার অগোচরে বাড়ির পাশে নামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তার ধারের একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বৃদ্ধ আব্দুর রশিদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বৃদ্ধ আব্দুর রশিদের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।