• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

এফবিসিসিআই’ র প্রেসিডেন্টের সাথে সার্ক জার্নালিস্ট ফোরাম এর সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি: আজ ঢাকা মতিঝিলস্থ এফবিসিসিআই এর প্রেসিডেন্ট এর কার্যালয়ে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন এর সাথে সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান, এবং সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সেক্রেটারি নাজমা সুলতানা নীলা এর সাথে শুভেচ্ছা বিনিময় হয়।

মত বিনিময়ে তারা গত জানুয়ারি মাসের দিল্লিতে এবং মে মাসে আগ্রায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সার্ক জার্নালিস্ট কনফারেন্সের বিষয়ে অবগত করেন, এবং আগামী ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিতব্য “দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”-এর বিষয় নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জানালিস্ট ফোরাম কে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে সার্ক চেম্বার প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন তাদেরকে অবগত করেন।

উল্লেখ্য, গত ২৫শে মে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর ২০২৩-২৪ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন।

সার্ক জার্নালিস্ট ফোরাম শুধু সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করছেন না তারা এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধুত্ব স্থাপন এবং অর্থনৈতিক বিষয় নিয়ে এক দেশ ও অন্য দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নিয়ে কাজ করছেন।

এ নিয়ে এই সংগঠন দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছেন।