• আজ ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন | ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না: খামেনি | আ.লীগকে নেব না, ভালো মানুষদেরও বাদ দেব না: মির্জা ফখরুল | সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরাইলকে কড়া হুঁশিয়ারি | মির্জা ফখরুলের সাথে বৈঠক করলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস | ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা |

এফবিসিসিআই’ র প্রেসিডেন্টের সাথে সার্ক জার্নালিস্ট ফোরাম এর সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি: আজ ঢাকা মতিঝিলস্থ এফবিসিসিআই এর প্রেসিডেন্ট এর কার্যালয়ে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন এর সাথে সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান, এবং সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সেক্রেটারি নাজমা সুলতানা নীলা এর সাথে শুভেচ্ছা বিনিময় হয়।

মত বিনিময়ে তারা গত জানুয়ারি মাসের দিল্লিতে এবং মে মাসে আগ্রায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সার্ক জার্নালিস্ট কনফারেন্সের বিষয়ে অবগত করেন, এবং আগামী ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিতব্য “দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”-এর বিষয় নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জানালিস্ট ফোরাম কে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে সার্ক চেম্বার প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন তাদেরকে অবগত করেন।

উল্লেখ্য, গত ২৫শে মে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর ২০২৩-২৪ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন।

সার্ক জার্নালিস্ট ফোরাম শুধু সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করছেন না তারা এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধুত্ব স্থাপন এবং অর্থনৈতিক বিষয় নিয়ে এক দেশ ও অন্য দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নিয়ে কাজ করছেন।

এ নিয়ে এই সংগঠন দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছেন।