• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

এফবিসিসিআই’ র প্রেসিডেন্টের সাথে সার্ক জার্নালিস্ট ফোরাম এর সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি: আজ ঢাকা মতিঝিলস্থ এফবিসিসিআই এর প্রেসিডেন্ট এর কার্যালয়ে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন এর সাথে সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান, এবং সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এর সেক্রেটারি নাজমা সুলতানা নীলা এর সাথে শুভেচ্ছা বিনিময় হয়।

মত বিনিময়ে তারা গত জানুয়ারি মাসের দিল্লিতে এবং মে মাসে আগ্রায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সার্ক জার্নালিস্ট কনফারেন্সের বিষয়ে অবগত করেন, এবং আগামী ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিতব্য “দক্ষিণ এশিয়া মিডিয়া সামিট-২০২৪”-এর বিষয় নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জানালিস্ট ফোরাম কে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে সার্ক চেম্বার প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন তাদেরকে অবগত করেন।

উল্লেখ্য, গত ২৫শে মে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর ২০২৩-২৪ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন।

সার্ক জার্নালিস্ট ফোরাম শুধু সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করছেন না তারা এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধুত্ব স্থাপন এবং অর্থনৈতিক বিষয় নিয়ে এক দেশ ও অন্য দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া নিয়ে কাজ করছেন।

এ নিয়ে এই সংগঠন দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছেন।