• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

একদফা দাবিতে বিএনপির গণমিছিলে ব্যাপক সমাগম

| নিউজ রুম এডিটর ৫:০৮ অপরাহ্ণ | আগস্ট ১৮, ২০২৩ বিএনপি, রাজনীতি, লিড নিউজ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের একদফা দাবিতে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি।

শুক্রবার বিকাল ৪টায় দয়াগঞ্জ ও গুলশান-১ থেকে পৃথক দুটি গণমিছিল বের করে দলটি। মিছিলে ব্যাপক লোক সমাগম হয়েছে।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার দাবিতে স্লোগান দেন।

এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা এ দুই স্থানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নেয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিলটি দয়াগঞ্জ থেকে শুরু হয়ে শেষ হবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

এ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপরদিকে মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলটি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শেষ হবে মহাখালী বাস টার্মিনালে।

মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এর আগে গত ১৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব চার দিনের কর্মসূচির ঘোষণা দেন।

একদফা দাবি মেনে নিতে সরকারকে চাপ দিতে আগামীকাল শনিবার মহানগর ও জেলা পর্যায়ে রোডমার্চ করবে বিএনপি।

১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে এক দফার ঘোষণা দেয়। এই এক দফার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান। এরপর তারা গত ২৮ জুলাই যুগপৎভাবে ঢাকায় মহাসমাবেশ, ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং ঢাকায় গত ১১ আগস্ট গণমিছিল করেছে।