• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

পুরুষ হবে কবি -রাহুল রাজ

| নিউজ রুম এডিটর ৫:৪৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৩, ২০২৩ বিনোদন
আমার আমাকে কখনই-
চিনতে পারিনি আমি।
যতটুকু তুমি চিনেছ আমাকে।
হৃদয়রে তলদেশে-
হাতড়ে দেখেছ কতটা গভীরে তুমি।
সেই সুযোগে তুমি জানতে-
দুঃখ কষ্ট-ব্যথা বেদনার
নীল ভালোবাসায়-
সুপ্ত আশায়-
আমার বেঁচে থাকার
শেষ শক্তি টুকুও ছিলো তোমার ছোঁয়া।
তুমি দেখেছ-
সাদা কালো চোখে-
আগামীর জন্য কতটুকু রঙিন স্বপ্ন আমি এঁকেছি।
আমাকে আমি চিনিনি-
চিনেছিলে তুমি।
জানতে কতটুকু আঘাতে এ পুরুষ হবে কবি।
মন ছুটেছিল মনের পেছনে-
মন কে না চিনে।
ভালোবাসতে না, ভাসাতেই এসেছিলে তুমি-
ভালোবাসার ঘোলা জলে।
রক্ত জবার মত আমার চোখই স্বাক্ষি-
কত রাত আমি নির্ঘুম।
কবিতার পসরা সাজিয়ে তোমাকে খুঁজেছি।
বুঁজেছি- এ কবির কবিতায়-
মিশে আছ তুমি।
কল্পনার-
আল্পনায়-
কবিতায় নিয়েছ রূপ।
ঘন বর্ষায় মাঠের মাঝে
আকাশের দিকে চেয়ে-
আঁকতে চেয়েছি তোমার ছবি।
ভালোবাসার তুলির আঁচড়ের আগেই-
মেঘের পালে ছিন্ন বাতাসে
বাষ্প হয়ে উড়ে গেলে।
তুমি জানতে-
কতটুকু দুঃখের বীজ
এ-বুকে বপন করলে-
আমি হব কবি।
প্রেমারা জানে পুরুষ কীসে কবি হয়।
কতটুকু দুঃখের বীজ
বুকে বপন করলে-
পুরুয় হয় কবি।